শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার সোনার গহনা জব্দ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪
চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার সোনার গহনা জব্দ
চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার সোনার গহনা জব্দ

চুয়াডাঙ্গার লোকনাথপুরে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার সোনার গহনা সহ একজন পাচার কারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

আজ বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালিয়ে এই সোনার গহনা জব্দ করকে সক্ষম হয় ডিবি।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এদিন সকালে গোপন সংবাদ আসে দর্শনা-লোকনাথপুর বাইপাস সড়ক দিয়ে স্বর্ন অথবা মাদকের একটা বড় চালান পাচার হয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে চুয়াডাঙ্গায় যাবে।

এ সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের নের্তৃত্বে ডিবির একটি আভিযানিক দলকে ঘটনাস্থলে প্রেরন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে একজন মোটরসাইকেল আরোহী সীমান্ত শহর দর্শনা থেকে পরানপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে লুকিয়ে থাকা ডিবির আভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়।

এরপর আশেপাশে অবস্থানরত লোকজন ও গনমাধ্যম কর্মীদের সামনে আটক উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার দাউদ আলীর ছেলে আবু সাঈদ (৪২) এর দেহ তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ প্যাকেট সোনার গহনা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ১ কেজি ৬’শ ৫০ গ্রাম ওজনের সোনার গহনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। উদ্ধার করা সোনার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা করে আটক পাচার কারীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে