সারা দেশের ন্যায় কচুয়ায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় কোয়াকোর্টমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই উৎসবের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. এমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, উপজেলা শিক্ষা অফিসার পারভীন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ৫৭ হাজার ২শ ৬৯ টি, ইবতেদায়ী মাদ্রাসায় ৭৩ হাজার ২শ টি, মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার ৩শ টি, মাদ্রাসা পর্যায়ে ১ লক্ষ ৫০ হাজার ৪শ ৪০টি বই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
যাযাদি/ এম