শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

লামায় সেনাবাহিনীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

লামা (বান্দারবান) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯
লামায় সেনাবাহিনীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

আলীকদম সেনা জোনের উদ্যোগে দূর্ঘম পাহাড়ী এলাকায় শীতার্ত দরিদ্র জনগোষ্টির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি বুধবার বিকেলে আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম জোন কমান্ডার এর নির্দেশে লামার সরই ইউনিয়নের লুলাইং এলাকায় মেজর আজিজুল হাকিম প্রিন্স এর নেতৃত্বে দুঃস্থ গরিব অসহায়দের উপজাতি জনগোষ্টির মাঝে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে মেজর আজিজুল হাকিম প্রিন্স বলেন, দুর্গম পাহাড়ি এলাকা অন্যান্য অঞ্চল থেকে আবহাওয়া অনেক বেশি উষ্ণ যার ফলে রাতের সময় অধিক কনকনে শীত পড়ে। তাই অসহায় খেটে খাওয়া দিনমজুর জনসাধারণের পাশে থাকার জন্য এই তীব্র শীতে যেন কেউ কষ্টে না থাকে সেই চিন্তা চেতনা থেকে এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে