শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নৌকা ছাড়া কোন এজেন্ট ছিলানা কেন্দ্রে

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯
নৌকা ছাড়া কোন এজেন্ট ছিলানা কেন্দ্রে

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হলে শীত উপেক্ষা করে ভোটারেরা ভোট দিতে কেন্দ্র গিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে দেখা যায়।

উপজেলার ১৩টি কেন্দ্রে ৫৭.৭০ ভাগ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

সকালে নারীদের চেয়ে পুরুষের ভোটারদের সংখ্যা বেশী দেখা গেছে। ডেবাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে পুরুষ ভোটার উপস্থিতি সবচেয়ে বেশী দেখা যায়। উপজেলায় চার ইউনিয়নে ১৩ টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোট শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। সকল কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলেন বলে জানান তিনি।

উল্লেখ্য, জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নে ৩টি কেন্দ্রে ৪ হাজার ৩শত ৫২জন, বনযোগীছড়া ইউনিয়নে ৩টি কেন্দ্রে ৪ হাজার ৩ শত ৬০ জন, মৈদং ইউনিয়নে ২টি কেন্দ্রে ৩ হাজার ৫ শত ২১ জন এবং দুমদুম্যা ইউনিয়নে ৪টি কেন্দ্রে ৪ হাজার ৩ শত ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে ৯ হাজার ৭ শত ১৬ জন পুরুষ ও ৮ হাজার ৯ শত ৬জন মহিলা ভোটার রয়েছে। নির্বাচনে প্রশাসনের ব্যাপক সদস্যের উপস্থিত ছিল। উপজেলায় ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

এব্যাপারে জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, উপজেলার ১৩ টি ভোট কেন্দ্রে ভোট শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন আইন-শৃংখলার অবনতি ঘটেনি।

১৩টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। দীপংকর তালুকদারের জুরাছড়ি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও জুরাছড়ির প্রধান এ্যাজেন্ট জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, দীর্ঘ বছর পরে সাধারন মানুষ নিবিগ্নে ভোট দিতে পেরেছে। সব কেন্দ্রে ভোটারদের উৎসাহ উদ্দীপনায় উপস্থিতি দেখা গেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে