মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পূর্ণ

এম মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)
  ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৪
দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পূর্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের দাফন সম্পূর্ণ হয়েছে।

৮ জানুয়ারি (সোমবার) আসরের নামাজের পর উপজেলার মধ্য বোয়ালখালী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে উল্লেখিত জামে মসজিদে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের দাফনের আগে দীঘিনালা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এবং শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব সুফি, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম সহ অনান্য বীর মুক্তিযোদ্ধা, পরিবার ও প্রজন্মগণ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে ৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে