শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১২:৩২
ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা
ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস আর হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী ও মো. বাশার তালুকদার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন এবং রেশমা আক্তার,অনামিকা আক্তার, পিয়ারা আক্তার, মর্জিনা আক্তার।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মো. দেনিয়ার হোসেন খান পাঠান, মো. ফেরদৌসুর রহমান, এ এইস এম ওয়াসিম, বিজয় হোসেন, শাহ্ মো. আলী আকবর ও সাদ্দাম হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে