শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ,আটক-১জন

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৫২
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ,আটক-১জন

ময়মনসিংহের গফরগাঁও স্টেশন হতে ছেড়ে যাওয়ার সময় ময়মনসিংহ গামী ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুবৃৃত্তরা । চলন্ত ট্রেনে ছুড়া পাথরে ট্রেনের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয় । এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করে গফরগাঁও রেলওয়ে ফাড়িঁর পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার রাত ১.২০ মি. ঢাকা -ময়মনসিংহ রেলপথের গফরগাঁও স্টেশন এলাকায় । গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানাযায়, গফরগাঁও স্টেশন হতে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে কতিপয় দুষ্কৃতিকারীরা পাথর নিক্ষেপ করে । এ সময় দায়িত্বরত আনসাররা বিষয়টি জি,আর,পি পুলিশ ফাড়িঁতে খবর দেয় । পরে আনসার সদস্যরা ও জি,আর,পি পুলিশ যৌথ ভাবে তাদের তাড়া করে ফরহাদ হোসেন নামে এক যুবককে আটক করে ।

আটক ফরহাদ হোসেন(১৮) ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে ।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাড়িঁর ইনচার্জি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক ফরহাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে