শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মানুষের উপকারে আসে এমন প্রকল্প নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:০৪
মানুষের উপকারে আসে এমন প্রকল্প নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসু ও মানুষের উপকারে আসে কিনা সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে টুঙ্গিপাড়ায় প্রধ্নমন্ত্রীর বাসভবনে স্থানীয় সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস ও আত্মমযাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন হবে।

উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রিকাতরতা আছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নের কাজ করে যাওয়ার আহবান জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন. যে কোন প্রকল্প যখন আপনারা গ্রহন করবেন তখন মাথায় রাখবেন এই প্রকল্পটা বাস্তবায়ন হলে রিজাল্ট কি আসবে। সেখান থেকে মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে