শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাহাড়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, হতাহতের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা,রাজস্থলী
  ২০ জানুয়ারি ২০২৪, ১৭:২৫
পাহাড়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, হতাহতের আশঙ্কা

রাঙ্গামাটির রাজস্থলীতে ১ ঘণ্টা ধরে চলছে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। ২০ জানুয়ারি শনিবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি বাঙ্গালহালিয়া ইউনিয়নের আগাপাড়া কুদুম ছড়া এলাকায় ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

তারা জানায়, পাহাড়ি দুটি আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তূ লারমা নেতৃত্বাধীন ( জেএলএ) অনুমানিক ৬০/৭০ জনের একটি সঙ্ঘবদ্ধ দলের সাথে এম এন পি( মগপাটি ) সঙ্গে ১ ঘণ্টা ধরে গুলি বিনিময় হয়েছে ধারনা করছেন।

আদিপত্যবিস্তার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা এলাকাবাসীর। সকালে পাহাড়ি এলাকা পেড়িয়ে গোপন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে গোলাগুলি হয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে ওই এলাকায় অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম এর সাথে আলাপ কালে ঘটনা সত্যতা স্বীকার করে তিনি বলেন সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন নাইক্যছড়া আগাপাড়া কুদুম ছড়া পাড়া এলাকায় আঞ্চলিক দুইটি দলের মধ্যে বেশ কিছু গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের খবর এখানে পাওয়া যায় নি। সেনাবাহিনী বিজিবি এলাকায় টহল অব্যাহত রেখেছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে