রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মেলান্দহে মাদক সেবনের দায়ে একজনকে ১ মাসের কারাদণ্ড

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৪, ২১:৪১
মেলান্দহে মাদক সেবনের দায়ে একজনকে ১ মাসের কারাদণ্ড

জামালপুরের মেলান্দহে মাদক সেবনের দায়ে আব্দুর রাজ্জাক (৩৩) নামে একজনকে ১মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন ।

দন্ডপ্রাপ্ত মাদকসেবী মোঃ আবদুর রাজ্জাক (৩৩) উপজেলার পূর্ব জালালপুর এলাকার মৃত সৈয়দ আলী শেখের ছেলে।

জানাগেছে, রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেলান্দহ রেলস্টেশনসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় আবদুর রাজ্জাক নামে এক জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে গ্রেফতারকৃত মাদকসেবীকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে একজনকে মাদক সেবনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জন স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে