বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১২:২৩
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএন পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে ওয়ান শুটারগান সহ ১ জন রোহিঙ্গা সন্ত্রাসী আটক করেছে। গতকাল (২৯ জানুয়ারি) সোমবার সকালে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয় ।

১৪ পুলিশের সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান অস্ত্র ও গোলাবারুদ সহ আটক সন্ত্রাসী রোহিঙ্গার নাম জিয়াবুল আলম (২৮)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবালের দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার বাবু অংশু কুমার দেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযানে নামেন।

১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান কালে জিয়াবুল আলম(২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। তার পিতা নাম জাহেদ আলম। এ সময় দেশীয় তৈরি ১ টি ওয়ান শুটার গান, ও ২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে ।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে অস্ত্রসহ আটক রোহিঙ্গা কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে