রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সখীপুরে স্থানীয় এমপি অনুপম জয়কে অঙ্গহানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ২০:২৪
সখীপুরে স্থানীয় এমপি অনুপম জয়কে অঙ্গহানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ছবি যাযাদি

সখীপুর -বাসাইলের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে অঙ্গহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আজ বুধবার বিকেলে মোখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বাদল, আতিকুর রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, অধ্যক্ষ সাঈদ আজাদ, সুজন খানশুর, গুলাম কিবরিয়া সেলিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, মির্জা শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আরও একটি প্রতিবাদ সভার আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংঠনের সভাপতি হারুন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান কাজী বাদল, সাইফুল ইসলাম শামীম, গোলাম কিবরিয়া সেলিম, জাহিদ ইকবাল জাহাঙ্গীর,আলমাস আজাদ প্রমুখ। উল্লেখ গত ১১মে উপজেলার নলুয়া বাজারে এক প্রতিবাদ সভায় জেলার এক নেতা ‘সখীপুর -বাসাইলের এমপি অনুপম শাহজাহান জয়ের জিহ্বা থাকবে না' এমন বক্তব্য উপস্থাপন করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে