বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাল্য বিবাহ ও যৌতুক বন্ধে ইমামদের ভূমিকা অপরিসীম : উখিয়ার ইউএনও

উখিয়া ( কক্সবাজার) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:২৫
বাল্য বিবাহ ও যৌতুক বন্ধে ইমামদের ভূমিকা অপরিসীম : উখিয়ার ইউএনও

কক্সবাজারের উখিয়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের আওতায় কেয়ারটেকার শিক্ষকদের মাসিক সমন্বয় সভা আজ ( ৩০ জানুয়ারি) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহায়তায় ইসলামী ফাউন্ডেশনেরনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ ও জেলা ফিল্ড অফিসার ফজল করিম সহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন ।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন , বাল্য বিবাহ ও যৌতুক বন্ধে ইমামদের ভূমিকা অপরিসীম । তাই মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের পাশাপাশি নারী নির্যাতন, বাল্যবিবাহ , যৌতুক প্রথা বন্ধ সহ মাদক বিরুদ্ধে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার নামাজের খুতবায় বিশেষ বয়ান দেয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে