বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের

কক্সবাজার প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৮
রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের

কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামুর জোয়ারিয়ানালা বাজার ও সকাল সাড়ে ৭ টায় রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো শাহেদ রানা (১৪)। সে জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র । অপরজন রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হামিরপাড়া গ্রামের মো বাবুলের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো নাছির উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, কুয়াশাচ্ছন্ন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মহাসড়কের জোয়ারিয়ানালা বাজারের পাশে দাঁড়ানো অবস্থায় শাহেদ রানাকে ধাক্কা দেয় কক্সবাজারমুখি যাত্রীবাহী বাস হানিফ পরিবহণ। এসময় সে ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।

অপরদিকে, সকাল সাড়ে সাতটায় রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে মারছা পরিবহণের সাথে মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম নামে এক যুবক ।

রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আজিজুল বারী ইবনে জলিল পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে