বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭
উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

কক্সবাজারের উখিয়ার পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ে ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসেন ।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আকবর আহমদ চৌধুরী , ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ , হোলাল উদ্দিন ও লুৎফর রহমান ।

বক্তারা বলেন, খেলাধুলা মেধার ও মনন বিকশিত করে । প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি চর্চার অনুশীলন করার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিক উদ্দিন মাহমুদ, খাইরুল বশর , খুরশিদা বেগম কায়সার উদ্দিন চৌধুরী , কবির আহমদ মনসুর আলম সহ অন্যান্য শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেন ।

গতকাল পালং আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আউটডোর ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লাফ, মোরগ লড়াই সহ ২০ টি ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।

প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ ও উপস্থিত ছিলেন ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে