বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

পরশুরামে মাদক বিরোধী অভিযানে জেল জরিমানা

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৭
পরশুরামে মাদক বিরোধী অভিযানে জেল জরিমানা

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা’র নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে দুই মাদক সেবীকে ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। তাদের কাছ থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্বার করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের বজলের রহমানের ছেলে মিজানুর রহমান (৩২), পৌর এলাকার অনন্তপুর গ্রামের জামাল মিয়ার ছেলে মোঃ নুর ইসলাম (৪২)।

অপরদিকে একই সময়ে মাদক চোরাকারবারি মো. সাগর (২২)কে ৩ বোতল বিয়ার, ২ বোতল বিলেতি মদ পাওয়ার অপরাধে মাদক আইনে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়। স্বপন পৌর এলাকার বাউরখুমা, (তালুকপাড়া) নাসির উদ্দীনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে সাগরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা’র নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পৌর এলাকার বাউরখুমা, উত্তর কোলাপাড়া, বিলোনীয়া, সুবারবাজার এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে