বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী গ্রামের বাড়িতে আগমনে ফুলেল শুভেচ্ছা

ফেনী প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬
বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী গ্রামের বাড়িতে আগমনে ফুলেল শুভেচ্ছা

ফেনীর দাগনভুইয়া উপজেলার রামনগর ইউনিয়নের চৌধুরী বাড়ির মরহুম হেদায়েত হোসেন চৌধুরী হিরু মিয়ার সুযোগ্য সন্তান, বর্তমান সরকারের বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী রামনগর চৌধুরী বাড়ি গ্রামের বাড়িতে আগমন উপলক্ষে সরকার দলের নেতা-কর্মী সমর্থকসহ তাঁর পরিবার স্বজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সাবের হোসেন চৌধুরী মন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মতো নিজ পৈত্রিক বাড়িতে আসছেন।

তিনি শনিবার সকালে ফেনী সার্কিট হাউসে বন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করে সকাল সাড়ে ১০টায় গ্রামের বাড়িতে প্রবেশ করে, ফুলেল শুভেচ্ছা সিক্ত হন। পারিবারিক কবরস্থানে জিয়ারত করে, বাড়িতে আগত মেহমানদের সাথে মতবিনিময় করেন। পরে কুমিল্লার উদ্দেশে রওয়ানা দিবেন বলে তার প্রেস সচিব জানান।

ফেনী জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত থেকে মন্ত্রীর সাথে মতবিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বার্তা বলেন। এলাকার সমস্যা ও প্রতিকার নিয়ে মতবিনিময় করে সাবের হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে