শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৪, ১৯:৩২
বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালিত

‘সঠিক তথ্যে ভোটার হবো-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা প্রশসান। শনিবার সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশসানিক ভবনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এরআগে উপজেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সমান থেকে র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও শাহিনা আক্তার বলেন, সব নাগরিকের ভোটার হওয়ার অধিকার রয়েছে। যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ভোটার তালিকায় নাম থাকতে হবে। ভোটার হওয়ার সময় সঠিক তথ্য দেওয়া প্রয়োজন।

সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ পাস করেছে এবং নীতিমালা প্রণয়ন বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, সেবা দিতে হলে আমাদের স্মার্ট হতে হবে। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি নিশ্চিত হলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাববুল আলম সরকারের পরিচালায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের লিডার চিত্ত রঞ্জন বৈদ্য, দারিদ্র বিমোচন কর্মকর্তা কিশোর মোহন মন্ডল, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহসভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্নালী চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসের চীফ কম্পিউটার অপারেটর নাঈমুর রহমান খান, কম্পিউটার অপারেটর আলী রেজা, রাজন চন্দ্র দে, আনসার ভিডিপির সদস্য আব্দুল হক ও রামসুন্দর হাই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে