রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক নারী দিবসে বান্দরবানে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা

বান্দরবান প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৪, ১৮:৩৯
আন্তর্জাতিক নারী দিবসে বান্দরবানে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানের থানচিতে অনুষ্ঠিত হয়েছে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা। পাহাড়ে ব্যতিক্রমী এ নৌকা বাইচ দেখতে সমাগম ঘটে শত শত উৎসুক জনতা। এসময় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলার বলীপাড়া ইউনিয়নের নাইংক্ষ্যং পাড়ার সাঙ্গু নদীর ঘাটে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নারী দিবস উপলক্ষে আয়োজিত এ বাইচ প্রতিযোগিতায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীর বিভিন্ন বয়সের ৪ টি দল এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি দলে ছিলেন ১০ জন করে নারী। এসময় তাদেরকে নিজেদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পড়ে এতে অংশগ্রহণ করতে দেখা যায়। এদিকে পাহাড়ে নারীদের নিয়ে ব্যতিক্রমী এমন আয়োজনে উচ্ছ্বসিত এলাকার মানুষ ও প্রতিযোগিরা।

বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা 'বলীপাড়া নারী কল্যাণ সমিতি'র প্রোগ্রাম ম্যানেজার পেশেল চাকমা বলেন, দাতা সংস্থা একশান এইড এর যৌথ আয়োজনে আমরা পাহাড়ের প্রত্যন্ত এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগ নিযেছি। এর মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও যে সমাজে প্রত্যেকটা কাজে সমান পারদর্শী সেটি তুলে ধরতে এমনটা ব্যতিক্রমী আযোজন বলে জানান তিনি। সামনের দিনগুলোতে নারীদের নিয়ে নানা কর্মূচি হাতে নেয়া হবে বলেও জানান এ উন্নয়নকর্মী।

নারী অধিকার কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এমন উদ্যোগের মধ্য দিয়ে ঘরে ঘরে নারী অধিকারের বার্তা পৌঁছে যাক এমনটা প্রত্যাশা নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে