শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজস্থলীবাসীকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান উপজেলা চেয়ারম্যানের

রাজস্থলী প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৪, ১২:৩০
রাজস্থলীর উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। ছবি : যাযাদি

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

বুধবার সকাল ১০টায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য জানান। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলাবাসী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি রাজস্থলী উপজেলার সকল ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনশীল রাখা ও সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান।

প্রত্যেক ধর্মপ্রান মুসলমান রোজাদারকে ইফতার ও সেহরির জন্য যেসব ভোগ্যপণ্য ব্যবহার করা হয় সেগুলো ভেজালমুক্ত রাখার আহবান করেন ব্যবসায়ীদের।

এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। শেষে তিনি উপজেলার সব ধর্মপ্রাণ মুসলমানকে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা পালনের এবং সহনশীলতার মধ্য দিয়ে সিয়াম পালনের আহ্বান জানান।

পবিত্র মাসের শিক্ষা নিয়ে নির্লোভ, সুদ-ঘুষ ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে উপজেলার জনগণের কাজ করতে পারেন এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে