সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চরভদ্রাসনে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ১৬:৪৮
চরভদ্রাসনে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রনাদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উফশি আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

বুধবার উপজেলার চারশত জন কৃষকের মাঝে এ প্রনোদনা প্রদান করা হয়।

উপজেলার গাজীরটেক একশত পঞ্চাশ জন, চরভদ্রাসন একশত, চর হরিরামপুর একশত ও চর ঝাউকান্দা ইউনিয়নে পঞ্চাশ জন মোট চার শত জন কৃষককে এ প্রনোদনা দেওয়া হয়। এদের প্রত্যেককে পাঁচ কেজি উচ্চ ফলনশীল উফশী আউশ জাতের বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ ফয়সল বিন করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমূখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে