শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কাজী আব্দুস সোবহানের ইফতার মাহফিল

নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ১১:২৫
ছবি-যায়যায়দিন

ফরিদপুর জেলা মৎসজীবিলীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ফরিদপুরের নগরকান্দায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার শশা মাদ্রাসা সংলগ্ন মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মৎসজীবি লীগের সহ সভাপতি মিজানুর রহমান তালুকদারের সভাপতিত্বে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎসজীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী শরীফ, জেলা মৎস্যজীবি লীগ নেতা কাজী সুমন, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর, ইউপি সদস্য ইব্রাহীম শরীফ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানান ৩০ লাখ শহীদদের প্রতি। এসময় জেলা মৎসজীবি লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা নিজের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করেছে, তাদের কাছে আমরাচির ঋণী।। তাদের সেই অবদান কোন কিছুর বিনিময়ে পরিমাণ সম্ভব নয়। তাদের মধ্যে অনেকেই দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনায় জেলা মৎসজীবি লীগের পক্ষ হতে আজকের এই আয়োজন। ইফতার মাহফিলে সহস্রাধীক লোকজনের সমাগম ঘটে।

আলোচনা শেষে মহান মুক্তিযোদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া পরিচালনা করেন মুফতি মোস্তাফিজুর রহমান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে