রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শরণখোলায় মোবাইল কোর্টের অভিযান

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ১৯:০১

বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা বাজারে ভোক্তা অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামীম এ অভিযান পরিচালনা করেন।

নিম্মমানের জুতা উচ্চমূল্যে বিক্রির দায়ে অভিযোগের ভিত্তিতে মৌ সু ষ্টোরকে ১০ হাজার, নিম্মমানের পন্য রাখার দায়ে রায়হান ষ্টোরকে ২ হাজার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে হোটেল আল মদিনাকে ১০ হাজার, মানদন্ড অপরাধে হাবিবুর রহমান মুন্সীর মালিকানাধীন মৌসুমী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি সরকারী অর্থায়নে নির্মিত রায়েন্দা বাজারের টলসেড দখল মুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা মতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে