কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ মতবিনিময় সভার অয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, যুগ্ম সম্পাদক আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক শান্তুু ধর,ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, তথ্য ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত ভৌমিক অপু, নির্বাহী সদস্য আবু হানিফ, সৈয়দ আরাফাত সামী, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- সভাপতি আলমগীর তালুকদার, সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, যুগ্ম সম্পাদক আহসান হাবীব সুমন, সাগঠনিক সম্পাদক ইসমাইল, নির্বাহী সদস্য আবু হানিফ।
যাযাদি/এসএস