মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পূর্বধলায় পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ১৫:৩১
পূর্বধলায় পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

নেত্রকোণার পূর্বধলায় আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আইয়োব আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: মোতাহার হোসেন বকুল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জুলফিকার আলী শাহীন, উপজেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক বাবুল, তরুণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবুর, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খানসহ অন্যান্য জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ। সভায় আসন্ন ঈদুল ফিতর শান্তিপুর্নভাবে উদযাপনের জন্য নানা সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঈদ কে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘঠে সেজন্য পুলিশ প্রশাসন সর্তক থাকলে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম। এছাড়া ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে জনসাধারনের যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহনের যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য প্রশাসন সতর্ক থাকবে। চুরি, বেপোরায়া গাড়ি চালানো, উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দুষণ ইত্যাদি যে কোন অপরাধমুলক কাজ দমনে প্রশাসন সতর্ক থাকবে। উপজেলার রেললাইন সংলগ্ন ঈদগাহ মাঠে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে ঈদের নামাজ আদায় করা হবে।

পরে বাংলা নববর্ষ উপলক্ষে নানা কর্মসুচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসুচীর মধ্যে থাকবে বর্নাঢ্য মঙ্গলশোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চৈত্রসংক্রান্তি মেলা, চিত্রাংকন, হাডুডু খেলা প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ইত্যাদি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে