মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নড়াইল টিটিসিতে ঐতিহাসিক মুজীব নগর দিবস পালন

নড়াইল প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৪
নড়াইল টিটিসিতে ঐতিহাসিক মুজীব নগর দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতার প্রথম রাজধানী খ্যাত ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার ( বৈদ্যনাথতলায় ) মুজিব নগরে মুজিব নগর সরকার শপথ গ্রহণ করেন। যা মহাকুমা থেকে মুজীবনগর হিসাবে দেশের ইতিহাসে মুজীবনগর দিবস হিসাবে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে সারা দেশের মতো নড়াইলেও দিবসটি পালন করা হয়েছে। বুধবার দুপুরে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির আয়োজনে টিটিসির সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধাণ অতিথী ছিলেন নড়াইলের পৌর মেয়র শিক্ষানুরাগী আঞ্জুমানআরা। এ সময় মুজীবনগর দিবসের ঐতিহাসিক রুপকথার গল্প উপস্থাপণ করেন বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু এবং বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এনামুল কবীর টুকু। এ সময় নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির বিভিন্ন ট্্েরডের প্রশিক্ষক প্রশিক্ষর্ণাথীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে