শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল মসলেম 

রাজবাড়ী (পাংশা) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৪, ১৩:৫৪
নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল মসলেম 
নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল মসলেম 

পাংশায় পদ্মা নদী থেকে মসলেম উদ্দিন প্রামানিক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) বাহাদুরপুর সেনগ্রাম ঘাট এলাকার পদ্মা নদীর কোল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মসলেম ওই এলাকার কিয়ামত প্রামানিকের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মসলেম। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় রোববার বেলা ১১টার দিকে পদ্মা নদীর কোল (শাখা নদী) থেকে মসলেম প্রামানিকের মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

পাংশা থানার বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এ এসআই রিপন বলেন, লাশ উদ্ধার করার বিষয়টা আমরা স্থানীয়ভাবে জেনেছি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে