শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৪ লক্ষাধিক টাকা লুট

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৪, ১৭:০৪
স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৪ লক্ষাধিক টাকা লুট

চট্টগ্রামের সাতকানিয়ায় দুবাই প্রবাসীসহ দুই বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ ১৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল।

গত শনিবার (২০ এপ্রিল) গভীররাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া ঘরের মালিকরা হলেন, দুবাই প্রবাসী আব্দুল আলম ও বেসরকারি চাকুরিজীবী শাহ আলম।

আব্দুল আলমের ছেলে রবিউল আলম বলেন, ঈদের বেড়ানো শেষে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে আমাদের পরিবারের সকল সদস্য চট্টগ্রাম শহরের বাসায় চলে যায়। ঘরে অবস্থানরত আমার চাচীও একই দিন রাতে তার বাবার বাড়ি চলে যায়।

এ সুযোগে শনিবার গভীর রাতে লোহার দরজার তালা ভেঙ্গে চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ও ভেতরের ড্রয়ারে রক্ষিত আমাদের দুই ঘরের ১৩ ভরি স্বর্ণালংকার, ৯৩ হাজার নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ ১৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

চুরির শিকার অপর ঘরের মালিক শাহ আলমও চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. ইকরামুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল তালা ভেঙ্গে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে