শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় টপ সয়েল কাটার অপরাধে ২ জনকে কারাদণ্ড  

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১৭:৪৬
সাতকানিয়ায় টপ সয়েল কাটার অপরাধে ২ জনকে কারাদণ্ড  

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানীপুল এলাকায় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

এসময় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় ২ জনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, (১) মো. আবুল কামাল (৪২), পিতা- আলাউদ্দীন, দেওয়ানজী বাড়ী, মৈশামুড়া, মরফলা বাজার, নলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, ২। মো. এরশাদ হোসাইন (৩৮), পিতা- মৃত আব্দুল রশিদ, পূর্ব বাগমারা, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে