শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় প্রচন্ড তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন যুক্ত পানি বিতরণ

ভাঙ্গা ( ফরিদপুর )প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ১৯:২৭
ভাঙ্গায় প্রচন্ড তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন যুক্ত পানি বিতরণ

ফরিদপুরে ভাঙ্গায় তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন যুক্ত পানির বোতল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে ভাঙ্গা বাজার ঈদগাহ্ মসজিদ সংলগ্ন বাসস্ট্যান্ডে এসব পানির বোতল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা, সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: তরুণ কুমার পাল প্রমূখ। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা বলেন, প্রচন্ড তাপদাহে রাস্তায় চলাচলকারী তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন যুক্ত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আমরা ১০০ টি দুই লিটার বোতলের খাবার পানির বোতলে প্রতিটিতে ৪টি করে খাবার স্যালাইন সংযুক্ত করে শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করেছি। আগামী কাল থেকে যতদিন তাপদাহ থাকবে ততদিন ভাঙ্গা বাসস্ট্যান্ডে ৫০০ লিটার করে বিশুদ্ধ খাবার পানি শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, সমাজের বিত্তবানরা প্রশাসনের পাশাপাশি এসব সামাজিক কর্মকান্ডে জড়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে