সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
সুবিধা বঞ্চিতরা পাবে বিনা খরচে সরকারি সহয়তা

মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার
  ২৮ এপ্রিল ২০২৪, ১৭:০৫
মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আল-মাহমুদ ফায়জুল কবীর’র নের্তত্বে এক বর্ণাঢ্য র‌্যালী আদালত সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর’র সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে কোরআন তেলাওয়াত করেন আইনজীবী মোহাম্মদ ফয়ছল মিয়া, গীতা পাঠ করেন সিজেএম আদালতের নাজির শিমুল বোনার্জী ও বাইবেল পাঠ করেন এড. ভিক্টর পেন্টিস।

পরে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র সিনিয়র জেলা জজ মোঃ সোলায়মান, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কায়সার মোশাররফ ইউসুফ,পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, জেলা পরিষদ’র চেয়ারম্যান মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর রাধাপদ দেব সজল, প্যানেল আইনজীবী মোঃ মুজিবুর রহমান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা লায়লা মেহের বানু প্রমূখ। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম, এড. নিখিল রঞ্জন দাশ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠিসহ সকল সুবিধা বঞ্চিত মানুষের সরকারি খরচে আইনগত সহায়তা দেবার উপর গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা,শ্রমিক,নির্যাতনের শিকার নারী ও শিশু,বয়স্কভাতা ও ভিজিডি কার্ডধারী,প্রতিবন্ধি,বিনা বিচারে কারাগারে আটক ব্যক্তি,প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠিকে সরকারি খরচে সকল আইনী সেবা দেবার বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা আদালতে আসলে যেন সকল ধরণের সুবিধা পায়, সুবিধা বঞ্চিত যেন না হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে