বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছাগলনাইয়ায় উপজেলা নির্বাচনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ 

ফেনী প্রতিনিধি
  ১৩ মে ২০২৪, ১৩:০৩
ছাগলনাইয়ায় উপজেলা নির্বাচনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ 
ছবি: যায়যায়দিন

ফেনীর ছাগলনাইয়ায় উপজেলা নির্বাচনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অবৈধ হয়েছে।

এরমধ্যে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হলেন- ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, উপজেলা জাসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক ও মেহেদী হাসান।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপীল করবেন এডভোকেট সহিদ উল্লাহ মজুমদার ও আবদুল হালিম।

ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা ও নাছিমা আক্তার এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার অভিষেক দাশ।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে