সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৩২
গফরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

রোববার (২৮ এ‌প্রিল) বিকালে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।

সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)আমির সালমান রনি, পাগলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খায়রুল বাশার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, আইসিটি প্রোগ্রামার আহসান হাবীব, গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম. এহছান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ও জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনবান্ধব বর্তমান সরকার কাজ করছে।

ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। দেশের সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ পালন করছে ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে