মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

কালীগঞ্জে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ১৫:১৯
আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ১৫:২১
ছবি: যায়যায়দিন

"প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি" স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প এ কর্মশালার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম ইমাম রাজী টুলু।

এতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৬৫ জন মানুষ অংশ গ্রহণ করেন।

এ সময় প্রকল্পের উপ প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার, সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, কাউন্সিলর আনিকা তাসনিম উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে