শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয়

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ১৮:৪৯
ছবি: ভোলার বোরহানউদ্দিনে মঙ্গলবার ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুম

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিষণ ২০৪১ বা¯ত্মবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দড়্গ জনবল সৃষ্টি করতে হবে। এজন্য কারিগরি শিক্ষার ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার এ খাতকে যথেষ্ট গুরম্নত্ব দিয়েছে। এ শিড়্গার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিষণ ২০৪১ বা¯ত্মবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।

ভোলার বোরহানউদ্দিনে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিষণ ২০৪১ বা¯ত্মবায়ন’ বিষয়ক সেমিনারে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে মঙ্গলবার পলিটেকনিক কনফারেন্স হলরম্নমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার টেকনোলজির চীফ ইন্সট্রাক্টর নাছির আহমেদ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী গোলামমহায়দার তালুকদার।

ওই সময় আরো বক্তৃতা করেন,ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহি প্রকৌশলী আরিফুর রহমান, ভোলা টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যড়্গ মো. সাইদুর রহমান ভূঁইয়া, পলিটেকনিকের আরএসি টেকনোলজির চীফ ইন্সট্রাক্টর মুজিব আলম মিঠু, কম্পিউটার টেকনোলোজির চীফ ইন্সট্রাক্টর মো. মেহেদী হাসান,ননটেকের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম।

সেমিনারে সরকারি আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আ. হালিম,বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহি প্রকৌশলী আব্দুস সাত্তার, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির,ঋপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউদ্দিনের আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্যামত, ভোলা সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত সহ ভোলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,স্কুল,কলেজ, মাদ্রসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে