মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বিরামপুরে মৌসুমে উপসী ধানবীজ সার বিতরণ

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ১৯:১৯
ধানবীজ সার বিতরণ

দিনাজপুরের বিরামপুরে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উপসী আউশ ধান, পাট ও গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির, লক্ষে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

৩০ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা চত্বরে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত দায়ীক্ত) মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াছ, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, বিরামপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরামপুর দিনাজপুর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ জানান, চলতি ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উপসী আউশ ধান, পাট ও গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির, লক্ষে উপজেলার পৌরসহ সাতটি ইউনিয়নের ৬ শতজন খুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত‍্যেকের মাঝে বিনামূল‍্যে ৫ কেজি ধানবীজ ও ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে