শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিবি পুলিশের গাড়ী চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ১০:৪৫
-ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মনতলী গ্রামের জিয়াউল হক (৪০) নামের এক যুবক ডিবি পুলিশ বহনকারী মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ১১ টার দিকে মনতলী ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল হক (৪০)উপজেলার মনতলী গ্রামের পিতা মৃত ইসমাইল হোসেনের ছেলে, সে দুই ছেলের জনক।

স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,তার ওয়ার্কশফ দোকান বন্ধ করে বাড়ীর দিকে রওয়ানা হয়ে স্কুলের সামনের সড়কের দক্ষিণ পাশে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকে এসময় জেলা ডিবি পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস দ্রুত গতিতে এসে মোড় অতিক্রম করার সময় জিয়াউল হককে চাপা দিয়ে গাড়ীটি উল্টে যায়।এতে জিয়াউল হক গুরুতর আহত হয়। স্হানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় বিক্ষোভর্ধ এলাকাবাসী ডিবি পুলিশ সদস্যদের আটক করে রাখে পরে পুলিশের উর্দত্বন কর্তৃপক্ষ এসে তাদের উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক যুবক জানান,আমি ঘটনাস্থলে দাড়িয়ে ছিলাম খুব জোরে এসে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ও মাইক্রোবাসটি উল্টে যায়।এসময় গাড়ীর ড্রাইভারকে ডিবিপুলিশ পালিয়ে যেতে বলে।পরে স্হানীয় লোকজন আসলে তারা ডিবি পুলিশ পরিচয় দেয়।

দুর্ঘটনার খবর শুনে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান, ডিবি পুলিশের ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। এটি খুবই দুঃখজনক।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে