শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বালু মহাল চালুর দাবিতে মে দিবসে শ্রমিকদের মানববন্ধন 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ১৩:২৩
ছবি-যায়যায়দিন

মহান মে দিবসে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালুমহাল চালুর দাবিতে মানববন্ধন করেছে খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা। বুধবার (০১মে) বিকেলে জেলা পরিষদ হলরুমের সামনে প্লে কার্ড হাতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,দুর্গাপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন খোকন,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদার,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,মীর ফরিদ মিন্টসহ আরো অনেকে।

মানববন্ধনে শ্রমিকরা উল্লেখ করেন,দুর্গাপুর উপজেলায় পাঁচটি বালুমহাল আছে। এসব মহালে হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে বালু মহাল বন্ধ থাকায় তাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে।

তারা খুবই অসহায় ভাবে জীবন যাপন করছেন।তারা আরও বলেন,এই বালু ব্যবসার সঙ্গে যুক্ত আছে এলাকায় হাজারো ছোট-বড় ব্যবসায়ী। এখান থেকেই দেশের বিভিন্ন এলাকায় বালু যায়। যে কারণে ব্যবসায়ী ও শ্রমিকেরা বিপাকে রয়েছে। তাই শীঘ্রই বালু মহাল গুলো চালুর ব্যবস্থা করার দাবী জানায়।

উল্লেখ্য,আদালতে মামলা থাকায় চলতি বছরের ১৪ এপ্রিল থেকে বালুমহাল গুলো বন্ধ রয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে