শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ফরিদপুরে স্বাচিবের সম্মেলনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

সভাপতি টিটো, সম্পাক শুভ
ফরিদপুর  প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ১৪:২৫
ছবি-যায়যায়দিন

২২ বছরে পর ফরিদপুর অনুষ্ঠিত হলো স্বাধীনতা চিকিৎসক পরিষদের ( স্বাচিবের) সম্মেলন । এ সম্মেলন সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে ডা. আ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো এবং সাধারন সম্পাদকদের দায়িত্ব পেয়েছেন ডা. গণপতি বিশ্বাস শুভ ।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রানালয়ের মন্ত্রী আব্দুর রহমান এমপি ।

বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুরল জলিলের সভাপতিত্বে এ সম্মেলনে অতিথি হিসাবে ছিলেন, স্বাচিবের কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ঝর্না হাসান, জেলা অাওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ প্রমুখ ।

এ সম্মেলন ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুরে জেলার কমিটি গঠন করা হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, দেশের চিকিৎসকদের কাছে আমাদের প্রত্যাশা মানুষের জন্য সবোচ্চ সেবা নিশ্চিত করা । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে নিরলশ ভাবে কাজ করে চলছেন, আর সেই কাজ কে বেগবান করতে আমাদের চিকিৎসকেরা ভূমিকা রাখতে পারে । আমরা শুনতে চাইনা কোন মানুষ বিনা চিকিৎসায় বা চিকিৎকের অবহেলার প্রাণহানি হয়েছে । আপনাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে কাঙ্খিত স্বপনের জায়গায় যেতে পারবে ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে