শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আনোয়ারায় আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ১৭:৩৯
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদে যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোনলকে প্রার্থী ঘোষনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাবেক ভূমিমন্ত্রীর নগরীর সার্সন রোডস্থ বাসার প্রাঙ্গনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীরৃ সভাপতিত্বে যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নোয়াব আলীর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, এডভোকেট হরিপদ চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান আবু সৈয়দ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা রঘুপতি সেন, নিজামুদ্দিন মাসুদ, ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, মাস্টার ইদ্রিস, আজিজুল হক চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুগ্রীব মজুমদার দোলন, মরিয়ম বেগম, পারভিন হাবিব সাজিয়া সুলতানা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ, উপজেলা স্বেচ্ছাসেবদলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ন আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগ আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন উপজেলা আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত সাথে একমত পোষণ করছি। আপনারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কে বিপুলা ভোটে জয়লাভে একসাথে কাজ করবেন। তিনি আরো বলেন আসন্ন উপজেলা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা রয়েছে, আমি দলের এমপি হিসেবে সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। দলের সিদ্ধান্ত মেনে আমাকে চলতে হবে। তিনি বলেন আনোয়ারার মাটি ও মানুষের সাথে বাবু পরিবারের সম্পর্ক রয়েছে। সম্পর্ক অটুট রাখার জন্য আমার বাবাকে আনোয়ারার মাটিতে দাফন করা হয়েছে। তিনি আরো বলেন যারা দলের জন্য নিরাপদ নয় তাদেরকে দলের দায়িত্ব দেয়া হয়নি। বিভিন্ন পর্যায়ে দলের জন্য ক্ষতিকর লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে