শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ২০:০৪
ছবি-যায়যায়দিন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর শাখার উদ্যোগে শুক্রবার (৩ মে) বিকালে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বিজয়’৭১ প্রাঙ্গণে সাংবাদিকদের ১৪দফা দাবি বাস্তবায়ন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপন, উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদেরকে ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতার দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ম. নুরুল ইসলাম (সংবাদ)। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার (আমাদের সময়)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর সরকারি সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম. বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নির্বাহী উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন (যুগান্তর)।

এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ( যায়যায়দিন প্রতিনিধি)কমল সরকার, প্রাবন্ধিক সেলিম আল রাজ, সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব, কার্য্যনির্বাহী সদস্য সুপক রঞ্জন উকিল (ভোরের দর্পণ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), শামীম আনোয়ার (ফুলতারা)।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ৭১’র সকল শহিদ, সাংবাদিক-ভাষাসৈনিক, সাংবাদিক শাহ আলমগীর, সাগর-রুনি, হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, গৌরীপুরের প্রয়াত সাংবাদিক কাজী এম.এ মোনায়েম, আব্দুল আজিজ, ছড়াকার আজম জহিরুল ইসলাম স্মরণে দোয়া ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সাংবাদিক সুরেশী কৈরীকে স্মরণ ও তাঁর আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে