শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ১৫:৪১
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত- এ- খুদা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, ভাঙ্গা সরকারি মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন , বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব প্রমূখ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী প্রমূখ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার বলেন, স্বকর্মে নিয়োজিত সকল বাংলাদেশী নাগরিকদের জন্য এ স্কিম। এই স্কিমে কৃষক, রিক্সাওয়ালা, শ্রমিক ,কামার, কুমার, জেলে, তাঁতি ,ব্যবসায়ী এবং গৃহিণী সহ সব অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তিবর্গ নির্ধারিত হারে চাঁদা প্রদান করে এই স্কিমে যুক্ত হতে পারবেন।মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ কমপ্লেক্সে সর্বজনীন পেনশন স্কিম বুথের উদ্বোধন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে