রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পাবনা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত ড. আবদুল মজিদ

পাবনা প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ১১:২১
অধ্যাপক ড. মো. আবদুল মজিদ। ছবি: যায়যায়দিন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মজিদ ২০২৪ সালে পাবনা জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন।

তাঁর সফলতা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারীসহ শুভার্থীরা।

ডক্টর আবদুল মজিদ সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কমরত। তিনি ২০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পাবনা জেলা ইউনিটের সভাপতি। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইশুকা গ্রামের স্থায়ী বাসিন্দা ড. মো: আবদুল মজিদ এলাকার কৃতিসন্তান হিসেবে বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী দুলাই হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এক প্রতিক্রিয়ার ডক্টর আবদুল মজিদ বলেন, এ অর্জন আমার একার নয়। এ জন্য আমার প্রতিষ্ঠান প্রধান, সহকর্মীর ও শিক্ষার্থীদের ভালোবাসা। এই কৃতিত্ব ধরে রাখতে আমি সর্বদা চেষ্টা করবো। তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলে তিনি ধন্যবাদ জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে