রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ১৪:৫৮
আপডেট  : ০৭ মে ২০২৪, ১৫:০৩
ছবি: যায়যায়দিন

আসন্ন ৬ষ্ঠ ধাপের প্রথম পর্যায়ে ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে আজমিরীগঞ্জ আজমিরীগঞ্জ থানার আয়োজনে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ মে) দুপুরে স্থানীয় গরুর হাট মাঠে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল অফিসার ও ফোর্সদের নিয়ে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পুলিশ সুপার বিপিএম-সেবা আক্তার হোসেন বলেন, গত নির্বাচনে আমরা যেখানে দুই তিনজন পুলিশ দিয়েছি কিন্তু এবারের নির্বাচনে ছয় থেকে সাতজন পুলিশ দেয়া হয়েছে। যদি কেহ কেন্দ্র দখল করতে আসে তাহলে কিছু করতে হয় করবেন। তবে আমরা এমন কোন কিছু করব না যেটাতে বাংলাদেশ পুলিশের মানহানি হয়। তবে কেউ আমাদের উপর আক্রমন করলে আমরা ছাড়বো না।

কোন ধরনের বিশৃঙ্খলাকে আমরা বরদাশত করবোনা। যেকোন কিছুর বিনিময়ে আমাদের কেন্দ্রকে নিরাপদ সুষ্টু ও সুন্দর রাখবো।

ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ পুলিশ সুপার বিপিএম-সেবা আক্তার হোসেন।

বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্রস) মোঃ শামছুল হক, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ।

এসময় বক্তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে