রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সোনার কয়েন দেখিয়ে ৩ লাখ টাকা নিয়ে হাওয়া!

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ১৬:৪৪
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সাইফুদ্দিন মিয়া পাড়ার বাসিন্দা আবদুল খালেক। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকতেন। তার বাড়িতে যাতায়াত করতো দু`জন ফেরিওয়ালা। তাদের সাথে পরিচয় হওয়ার এক পর্যায়ে সোনার কয়েন কেনাবেচার প্রলোভন দেখিয়ে ৪০০টির অধিক সোনার কয়েন দেখিয়ে উক্ত প্রবাসীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ফেরিওয়ালা নামে এক চক্র।

গতকাল ৬ মে সকালে প্রতারণার ফাঁদে ফেলে নকল স্বর্ণ দেখিয়ে টাকা গুলো হাতিয়ে নিয়ে নেয়। পরবর্তীতে কয়েন গুলো যাচাই করে দেখাযায় সব কয়েনই নকল।

এ বিষয়ে প্রবাসী আবদুল খালেক বাদী হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর বক্তব্য বাড়ি বা বাসায় যদি ফেরিওয়ালা আসে তবে সাবধান।

লোভে পড়ে তাদের ফাঁদে পা দেবেন না। তাহলে বিপদ হবে। ফেরিওয়ালাকে আশপাশ এলাকায় আসতে দিবেননা।সবার সচেতনা হওয়া জরুরি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে