সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মহা তাঁবু জলসার মাধ্যমে শেষ হলো ৮ম সেনবাগ উপজেলা স্কাউটস সমাবেশ 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ১৩:০৩
ছবি: যায়যায়দিন

মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হল ৮ম সেনবাগ উপজেলা স্কাউটস সমাবেশ। মঙ্গলবার (৭ মে) রাতে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও স্কাউটস যুগ্ন সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় উক্ত মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মিল্টন রায়, সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরী, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম,নোয়াখালী জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, এজেআর কুরিয়ার সার্ভিসের কর্ণধার সামছুদ্দিন আহমেদ রিয়াদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক সফিকুজ্জামান সীমু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকের হোসেন,নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল,উপজেলা স্কাউটস কমিশনার এ এন এম সহিদ উল্যাহ,সহ-সভাপতি রোকেয়া বেগম, সহকারী কমিশনার আক্তারুজ্জামান ফয়েজি, মইজদীপুর মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, এম এম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজি উল্যা,সহকারী কমিশনার নূর হোসাইন সুমন, ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, উপজেলা স্কাউটস লিডার মনোয়ার হোসেন, উপজেলা কাব লিডার জিয়াউর রহমান সহ স্কাউট নেতৃবৃন্দ।

সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪২টি স্কাউট দল অংশগ্রহণ করে। মহা তাবু জলসা উদ্বোধনের পর অতিথি বৃন্দ স্কাউটারদের বিভিন্ন দৃষ্টি নন্দন পরিবেশনা উপভোগ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে