মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মুক্তাগাছায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক র‌্যালি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১০ মে ২০২৪, ১৪:৫৬
ছবি-যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশুর সুন্দর ও স্বাবলম্বী ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাস্তায় নেমেছে ঘোগা ইউনিয়নের শিশু ও যুব ফোরামের সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে বাল্য বিয়ে প্রতিরোধে ‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ "ভাঙো নারী লজ্জা ভয় আর নয় পরাজয়", ‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, বাল্য বিয়ে বন্ধ করি’, ‘যৌন হয়রানি বা উত্ত্যক্তকরণকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ এ ধরনের অসংখ্য পোস্টার হাতে নিয়ে সাইকেলে র‌্যালি বের করে শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যরা।

র‌্যালিটি ঘোগা ইউনিয়ন পরিষদ থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক হয়ে চানপুর, পারুলিতলা, ধরগ্রামসহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে, পোস্টার আর স্লোগানে মুখর করে তুলেন।

এতে উৎসুক জনতা রাস্তার দুই পাশে জমা হয়ে হাততালি দিয়ে উৎসাহ প্রদান করেন। র‌্যালি শেষে যুব ফোরাম ও শিশু ফোরাম,গ্রাম উন্নয়ন কমিটি, ইউপি সদস্যবৃন্দ, সাধারণ জনগণের অংশগ্রহণে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে