শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও ফাতেহা পাঠ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ২০:০৪
ছবি যাযাদি

গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে।

বুধবার (১৫ মে) সকালের দিকে কলেজের অনার্স ভাবনের অডিটোরিয়াম এ উপলক্ষে আলোচনা ও ফাতেহা পাঠ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল হক রিজবী। পরে ফুল দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান প্রভাষকগণ।

আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সদস্য সচিব আব্দুল আউয়াল বেপারী, কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আউয়াল সরকারের ছেলে আতাউর রহমান খোকন সরকার, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফরহাদ মাহমুদ তালুকদার,ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোতাহার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবিরাসহ অনার্সের সকল প্রভাষক প্রমূখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা ও ভবিষ্যৎ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে