শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ফুলবাড়ীতে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ২১:১৯
ছবি-যায়যায়দিন

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি গুদামে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫মে) বিকেল ৩ টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের কৃষক অলিমুদ্দিন এর নিকট থেকে এক টন ধান ক্রয়ের মধ্যদিয়ে ধান ও চাল সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্রু রুহুল আমিন, কালি আটো রাইস মিলের সত্তাধীকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, প্রাণ বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, ও জেলা পরিষদ সদস্য ও চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু। এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন সহ খাদ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ ও সুধিজন উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন বলেন , ইরি-বোরো মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে এক হাজার ৪৪৪ মে.টন ধান, ক্রয় করা হবে। মিল মালিকদের কাছ থেকে ৪৫ কেজি দরে ৭হাজার ২৭৩মে.টন সিদ্ধচাল এবং ৪৪ টাকা কেজি দরে ৮৫৯ মে.টন আতপচাল ক্রয় করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে