শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে ৫ চোর আটক

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
  ২৭ মে ২০২৪, ১৯:৫৪
হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে  ৫  চোর আটক
ছবি যাযাদি

হাইমচর উপজেলা সদর আলগী বাজারের বিভিন্ন দোকানে মালামাল চোরির ঘটনা অহরহ ঘটছে । চোরের উৎপাতে অশান্তি রয়েছে সাধারণ দোকানী ও এলাকার লোকজন। অবশেষে চুরির মালামাল সহ ৫ চোর কে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

গতকাল রাত আনুমানিক ৩ টায় উত্তর আলগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ-ই চোরের প্রধান চক্র সহ ৫ জনকে হাইমচর থানা পুলিশ।

হাইমচর উপজেলা সদর আলগী বাজারের গার্মেন্টস ও জুতার দোকানের কিছু চুরির মালামাল ও চোর সহ উদ্ধার করছেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, ওসি তদন্ত মোঃ অলিউল্লাহ নেতৃত্বে সাব ইন্সপেক্টর এস আই মোঃ পলাশ, সাব ইন্সপেক্টর এস আই মোঃ পাত্তারের সহযোগিতা এএস আই মুজির, এএস আই আবুল খায়ের এ-ই অভিযানে ৫ চোরকে আটক করা হয়ছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে